বেকার দের জন্য চাকরির এক বিরাট সুযোগ নিয়ে এলো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, আবেদন চলবে 20 আগস্ট পর্যন্ত।
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আবার ও নিয়ে এলো বেকার যুবক যুবতীদের জন্য বড়ো সুযোগ। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এর স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ । এখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্দ্বতি সহ বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো ।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 22 শে জুলাই 2022
আবেদনপত্র পাঠাতে পারবেন :- 10 অগাস্ট 2022 থেকে ।
বিজ্ঞপ্তি নম্বর :- 03/Kolkata City NUHM Socity/2022-23
আবেদন এর শেষ তারিখম :- আবেদন পৌঁছনোর শেষ তারিখ 20 অগাস্ট 2022
পদের নাম :- কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট (Urban)
মোট শূন্যপদ :- 285 টি ।
শিক্ষাগত যোগ্যতা :- ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো ইনস্টিটিউট থেকে ANM/GNM কোর্স করা থাকতে হবে ।
বয়সসীমা :- প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারী 2022 তারিখ অনুযায়ী ।
বেতন :- প্রতিমাসে 13000 টাকা ।
আবেদন পদ্ধতি :- অনলাইনের এর মাধ্যমে আবেদন করতে হবে । নিচের লিংকে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে ,সঠিক ভাবে পূরণ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে ।
আবেদন পাঠানোর ঠিকানা :- Chief Municipal Health Officer Secretary, Kolkata City NUHM "CMO Bldg,5, S.N Banarjee Road, Kolkata-700013.
প্রয়োজনীয় ডকুমেন্টস :-
1)সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ।
2)আধার কার্ড /ভোটার কার্ড ।
3)বয়সের প্রমান পত্র ।
4)অভিজ্ঞতার সার্টিফিকেট ।
5)কাস্ট সার্টিফিকেট ।
6) 2 কপি পাসপোর্ট সাইজ ছবি ।
Official
Notification |
|
Official Website |
|
Daily Job News |
"ONLINETATHYA"বিশ্বস্ত চাকরির
খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট
করুন ৷
No comments:
Please do not enter any spam Link in the comment box.